1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিশেষ তালিকা তৈরি করছে পুলিশ - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯

আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিশেষ তালিকা তৈরি করছে পুলিশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ পুলিশ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের বিশেষ তালিকা তৈরির নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) সদস্যরা এ কাজ করছে।

আইনি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জামিন ঠেকাতে কেন্দ্রীয়ভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে। তালিকায় আসামিদের মামলা, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসিকিউশন থেকে জামিন প্রতিরোধে বিরোধিতা করার পরিকল্পনা রয়েছে।

জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সহিংসতার ঘটনায় প্রায় ২১০০ মামলা হয়েছে, যেখানে আসামি প্রায় ১ লাখ ২৫ হাজার। এসব মামলায় বেশিরভাগ আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক হুইপ আ স ম ফিরোজ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম, মজিবুর রহমান, গোলাম কিবরিয়া টিপু এবং শেখ হাসিনার বান্ধবী সাবেক এমপি জোবেদা খাতুন পারুল।

পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে পলাতক আসামিদের খুঁজে বের করা, গ্রেপ্তার জোরদার করা এবং আদালতে জামিনের বিরোধিতা করা। পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বলেন, প্রসিকিউশন থেকে জামিনের শতভাগ বিরোধিতা করা হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে তদবির ও দলীয় পরিচয়ের কারণে জামিন মিলছে।

প্রাথমিকভাবে ব্যাপক গ্রেপ্তার হলেও এখন অনেকে আত্মগোপনে চলে গেছেন বা দেশত্যাগ করেছেন। সরকার চায় গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও জামিন প্রতিরোধ করতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, আসামিদের জামিন পাওয়ার অধিকার রয়েছে, তবে বিশেষ সুবিধা দিয়ে জামিন দেওয়া হচ্ছে কি না, সেটি দেখা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট