1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডাকসু নির্বাচনে ফারুকীর মন্তব্য: ‘ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ’ গোয়ালন্দে মাজার হামলা ও লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় গ্রেপ্তার ১৮ ফরিদপুরে আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা পিরোজপুরে মাসুদ সাঈদীর শিক্ষক-শিক্ষার্থী সাথে মতবিনিময় ও গণসংযোগ কালীগঞ্জে ১৪৪ ধারা অমান্য করে বোনের জমির গাছ কেটে বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টা সোনার দাম বেড়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণ ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা সকল নাগরিকের সমান অধিকারের দাবি মাসুদ সাঈদীর খুলনায় আ. ন. ম. মুরাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে অশ্রুসিক্ত শ্রদ্ধা পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড

গাজার ত্রাণ প্রবেশ বন্ধ, নতুন যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
নতুন যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা

মুসলিমদের পবিত্র রমজান মাসের শুরুতেই যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েল ১৯ জানুয়ারি থেকে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিলেও প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইসরায়েল ও হামাসের মধ্যে তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ হয়েছে শনিবার (২ মার্চ)। এরপরই ইসরায়েল গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়। ইসরায়েলের হুঁশিয়ারি, যদি হামাস যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত না হয়, তবে তার পরিণতি ভয়াবহ হবে।

অন্যদিকে, হামাস অভিযোগ করেছে যে, গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া নির্যাতনের এক সহজ উপায় এবং এটি যুদ্ধাপরাধ ও যুদ্ধবিরতির চুক্তির চরম লঙ্ঘন। তারা আরও জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার অবরোধ শিথিল করা ও ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের শর্ত থাকতে হবে, নইলে তারা প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনড় অবস্থানের কারণে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি। হামাস বলছে, তারা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে এমন নিশ্চয়তা ছাড়া প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান ও ইহুদিদের পাসওভার উৎসব উপলক্ষে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবকে তারা সমর্থন করে। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের পক্ষ থেকে এ প্রস্তাব এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানায়, নতুন প্রস্তাব অনুযায়ী, হামাসকে প্রথমে অর্ধেক ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে এবং বাকিদের স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির পর মুক্তি দিতে হবে।

যুদ্ধবিরতি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার এখনো কোনো মন্তব্য করেনি। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংকট নিরসনে আন্তর্জাতিক হস্তক্ষেপ জরুরি, নইলে মানবিক সংকট আরও তীব্র হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হামাস জানায়, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে এমন নিশ্চয়তা ছাড়া তারা প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি নয়।

গাজার পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ত্রাণ প্রবেশ বন্ধ হওয়ায় যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের লাখো মানুষের মানবিক সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট