1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল বাংলাদেশ-পাকিস্তান আঞ্চলিক জোট: ইসলামাবাদ ‘উন্মুক্ত’ হওয়ার ইঙ্গিত দিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের পরিকল্পনা প্রকাশ তানোরে নলকূপের গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু

বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যায় ১৩ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ৮০০ ছাড়িয়ে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যা

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। রোববার (৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রান্স২৪ সংবাদমাধ্যম এ তথ্য জানায়। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানান, বাহিয়া ব্লাঙ্কা ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়ে গেছে। বন্যার পানিতে হাসপাতালের কক্ষগুলো তলিয়ে গেছে, আশপাশের এলাকা দ্বীপে পরিণত হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে, যা শুক্রবার ছিল ১০ জন। বাহিয়া ব্লাঙ্কার মেয়রের কার্যালয় জানিয়েছে, বুয়েনস আইরেস থেকে ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হলে মাত্র আট ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে ৪০০ মিলিমিটার (১৫.৭ ইঞ্চি) বৃষ্টি হয়, যা পুরো বছরের বৃষ্টির সমান। তিনি এই বৃষ্টিপাতকে ‘নজিবিহীন’ বলে উল্লেখ করেন।

বুয়েনস আইরেসের পাশের ইতুজাইঙ্গো শহরের পরিবেশ নীতির পরিচালক ডুফোর্গ বলেন, এই ধরনের চরম আবহাওয়া জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ। তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি চলতেই থাকবে… শহরগুলোকে প্রস্তুত করা, নাগরিকদের শিক্ষিত করা এবং কার্যকর আগাম সতর্কতাব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই।’

মেয়রের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বাস্তুচ্যুতদের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট