1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যায় ১৩ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ৮০০ ছাড়িয়ে - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যায় ১৩ জনের মৃত্যু, বাস্তুচ্যুত ৮০০ ছাড়িয়ে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
বাহিয়া ব্লাঙ্কায় আকস্মিক বন্যা

আর্জেন্টিনার বন্দর নগরী বাহিয়া ব্লাঙ্কা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া, বন্যার পানিতে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। রোববার (৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রান্স২৪ সংবাদমাধ্যম এ তথ্য জানায়। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ জানান, বাহিয়া ব্লাঙ্কা ‘ধ্বংসপ্রাপ্ত’ হয়ে গেছে। বন্যার পানিতে হাসপাতালের কক্ষগুলো তলিয়ে গেছে, আশপাশের এলাকা দ্বীপে পরিণত হয়েছে এবং শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে, যা শুক্রবার ছিল ১০ জন। বাহিয়া ব্লাঙ্কার মেয়রের কার্যালয় জানিয়েছে, বুয়েনস আইরেস থেকে ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই শহরে আরও হতাহতের আশঙ্কা রয়েছে। প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হলে মাত্র আট ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে ৪০০ মিলিমিটার (১৫.৭ ইঞ্চি) বৃষ্টি হয়, যা পুরো বছরের বৃষ্টির সমান। তিনি এই বৃষ্টিপাতকে ‘নজিবিহীন’ বলে উল্লেখ করেন।

বুয়েনস আইরেসের পাশের ইতুজাইঙ্গো শহরের পরিবেশ নীতির পরিচালক ডুফোর্গ বলেন, এই ধরনের চরম আবহাওয়া জলবায়ু পরিবর্তনের একটি স্পষ্ট উদাহরণ। তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি চলতেই থাকবে… শহরগুলোকে প্রস্তুত করা, নাগরিকদের শিক্ষিত করা এবং কার্যকর আগাম সতর্কতাব্যবস্থা প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের আর কোনও বিকল্প নেই।’

মেয়রের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বাস্তুচ্যুতদের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট