1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

রাজনীতিবিদদের আত্মসমালোচনা প্রয়োজন: ডা. শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) শুক্রবার (১৪ মার্চ) অনুষ্ঠিত ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রাজনীতিবিদদের আত্মসমালোচনার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে উন্নয়ন না হওয়ার কথা বললে তার সঙ্গে তিনি একমত নন। তবে তিনি উল্লেখ করেন যে, অতীতে যারা দেশ পরিচালনা করেছেন, তারা সম্ভাবনাময় এই উন্নয়নকে কাজে লাগাতে পারেননি। পরিবর্তে তারা নিজেকে বদলানোর চেষ্টায় ব্যস্ত ছিলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা করা উচিত এবং তাদের নিজেদের কাজের সমালোচনা করে সঠিক পথ বেছে নিতে হবে। এক্ষেত্রে শুধু রাজনীতিবিদদের নয়, গণমাধ্যমের কর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের বুক টান করে দাঁড়িয়ে সত্যকে তুলে ধরতে হবে।

তিনি একযোগে মন্তব্য করেন, দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিত এবং রাজনীতি থেকে দেশের বৃহত্তর কল্যাণের দিকে মনোনিবেশ করা দরকার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনীতিবিদরা দেশের উন্নতির জন্য সঠিক পথ অনুসরণ করবেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও। তিনি বলেন, দেশের দায়দায়িত্বের মধ্যে ২৫ ভাগ বহন করে রাজনীতিবিদরা এবং ৫০ ভাগ সাংবাদিকরা। তার মতে, সাংবাদিকদের সুষ্ঠু সাংবাদিকতা করতে হবে এবং সুবিধাভোগী না হয়ে নিজেদের পেশাগত দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে।

এমতাবস্থায়, জামায়াত আমীর ও বিএনপির নেতার বক্তব্য একযোগভাবে দেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি এবং সাংবাদিকতার দায়িত্ব নিয়ে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা উভয়েই মনে করেন যে, দেশের উন্নতির জন্য প্রত্যেকটি সেক্টরকে নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট