1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বজুড়ে বাজেট সংকটে ১ কোটির বেশি শরণার্থী ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কতা চূড়ান্ত সংগ্রামের রুপরেখা দিয়েছেন তারেক রহমান: রিজভী সৌদি আরবে যেসব পণ্য মুদির দোকানে বিক্রি নিষিদ্ধ! ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের

আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন, স্ত্রীর স্বীকারোক্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
আখাউড়া থানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় নিজের স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন স্ত্রী। পুলিশের কাছে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে অভিযুক্ত স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, স্বামীর অতিরিক্ত শারীরিক চাহিদা এবং প্রেমিকের প্রতি টানই তাকে এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ব্যক্তি মো. হাসান মিয়া (২৮), কুমিল্লার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ভাড়া বাসায় থাকতেন।

আটক স্ত্রী জান্নাত আক্তার (২৩) আখাউড়ার শান্তিনগরের বাসিন্দা। পুলিশ জানায়, গত ৯ মে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের আগে জান্নাতের সঙ্গে অন্য একজন যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর হাসানের ঘন ঘন শারীরিক সম্পর্কের চাহিদা তিনি মেনে নিতে পারছিলেন না।

ওসি মো. ছমিউদ্দিন জানান, ঘটনার রাতে জান্নাত তার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে কৌশলে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশীরা জানান, দম্পতিকে কখনো ঝগড়া করতে দেখা যায়নি। তবে জান্নাতের আচরণে মাঝেমধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত।

আখাউড়ায় নবদম্পতির সংসার মাত্র আটদিন স্থায়ী হয়। প্রেমঘটিত অতীত সম্পর্ক এবং বিয়ের পর সাংসারিক অসন্তোষ এক নারীর হাতে তার স্বামীর মর্মান্তিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট