1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

তিন দফা দাবিতে ফের আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক, শিক্ষক আন্দোলন, প্রাথমিক শিক্ষা, শিক্ষা মন্ত্রণালয়, পে কমিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শামছুদ্দীন মাসুদ, তিন দফা দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “শিক্ষকনেতারা গত ১৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে গেলে বলা হয় তাদের দাবি পে কমিশনে পাঠানো হয়েছে। পরে পে কমিশনের সভায় গেলে জানানো হয় এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। তাই আমরা পুনরায় আন্দোলনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।”

শামছুদ্দীন মাসুদ আরও বলেন, “আমরা আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করব।”

সহকারী শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে — দশম গ্রেডে বেতন প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

এর আগে, গত ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশে দেশব্যাপী শিক্ষকরা এ দাবিগুলো উত্থাপন করেন। পরবর্তীতে ১৬ অক্টোবর আমরণ অনশন কর্মসূচির ডাক দেওয়া হলে সরকারের আশ্বাসে তা স্থগিত করা হয়। তবে দাবিগুলো পূরণ না হওয়ায় এবার তারা পুনরায় রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট