
দেশের বৈদেশিক মুদ্রাবাজারকে স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহে সহায়তা দিতে কেন্দ্রীয় ব্যাংক ১৩টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে আরও ১৪১.৫০ মিলিয়ন মার্কিন ডলার (১৪ কোটি ১৫ লাখ) কিনেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, এই নিলামের মাধ্যমে কেনা ডলারের বিনিময় হার ১২২ টাকা ২৯ পয়সা থেকে ১২২ টাকা ৩০ পয়সা পর্যন্ত হয়েছে। নিলামের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক মোট ৬২৪.৫০ মিলিয়ন বা ৬২ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার কিনেছে।
এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে একাধিক দফায় ডলার ক্রয় করেছে। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮০ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার (২.৮০ বিলিয়ন ডলার)। এই কার্যক্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাপ্লাই ও রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করা এবং দেশের রপ্তানি খাতকে সমর্থন দেওয়ার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপ বাজারে ডলারের স্বাভাবিক বিনিময় হার বজায় রাখতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।