1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

নেছারাবাদে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত বাবা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের নেছারাবাদে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা হারুন-অর-রশিদ। বিদ্যুৎ অফিসে ফোন করেও সাড়া না মেলায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুন নেভাতে গিয়ে মো. রনি (২৬) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মো. হারুন-অর-রশিদ (৫০)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, “রাত সাড়ে ৮টার দিকে ঘরের পাশে বাঁশবাগানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। রনি ও তার পরিবার দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও কেউ রিসিভ করেননি। একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা আগুন ধরা বাঁশটি কাটতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলে তারা দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা হারুন-অর-রশিদ প্রাণে বেঁচে গেলেও ছেলে রনি ঘটনাস্থলেই মারা যান।”

পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. লিমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।”

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, “আমাদের সঙ্গে কথা না বলেই আগুন নেভাতে গিয়ে বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি। হয়তো অন্য এলাকায় শাটডাউন দেওয়ার পর কাজ শেষে আমরা লাইন চালু করেছি। ওই পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি।”

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট