1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বিশ্বজুড়ে বাজেট সংকটে ১ কোটির বেশি শরণার্থী ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কতা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
বিশ্বব্যাপী শরণার্থী সংকট: বাজেট ঘাটতির কারণে বিপদে ১ কোটির বেশি মানুষ

মানবিক সহায়তার বাজেটে ব্যাপক কাটছাঁটের কারণে ২০২৫ সালে বিশ্বজুড়ে ১ কোটিরও বেশি শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষ চরম ঝুঁকির মুখে পড়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) জানিয়েছে, বাজেট ঘাটতির কারণে খাদ্য, চিকিৎসা, বাসস্থান এবং শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শুক্রবার (১৮ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সালে সংস্থাটি যে সংখ্যক শরণার্থীকে সহায়তা করেছিল, চলতি সংকটে সেই সংখ্যার এক-তৃতীয়াংশ মানুষও সহায়তা পাবে না।

সংস্থাটির প্রধান বহিঃসম্পর্ক বিষয়ক কর্মকর্তা ডমিনিক হাইড বলেন, “আমরা এখন এক মরণঘাতী ককটেলের মুখোমুখি—উর্ধ্বমুখী বাস্তুচ্যুতি, ক্রমাগত বাজেট কমে যাওয়া এবং রাজনৈতিক উদাসীনতা।”

এ বছর ইউএনএইচসিআর-এর প্রয়োজনীয় বাজেট ছিল ১০.৬ বিলিয়ন ডলার, কিন্তু জুলাই পর্যন্ত তারা মাত্র ২৩ শতাংশ অর্থ পেয়েছে। ফলে ১.৪ বিলিয়ন ডলার মূল্যের জরুরি কার্যক্রম বাতিল বা স্থগিত করতে বাধ্য হয়েছে সংস্থাটি।

সংকটের ভয়াবহ চিত্র, বাংলাদেশ: রোহিঙ্গা ক্যাম্পে ২ লাখ ৩০ হাজার শিশু শিক্ষার ঝুঁকিতে। চাদ ও দক্ষিণ সুদান: পুষ্টি কার্যক্রম স্থগিত ও নিরাপদ আশ্রয়ে স্থানান্তর বন্ধ। লেবানন: পুরো স্বাস্থ্যসেবা কার্যক্রম চলতি বছরের শেষে বন্ধ হয়ে যেতে পারে। সুদান: যুদ্ধপীড়িত শরণার্থীদের পুষ্টিহীনতার হার আশঙ্কাজনক হারে বেড়েছে।

এছাড়া অর্থ সংকটের কারণে ইউএনএইচসিআর গত মাসে ঘোষণা দিয়েছে যে তারা তাদের বৈশ্বিক কর্মী বাহিনীর এক-তৃতীয়াংশ, অর্থাৎ প্রায় ৩৫০০ জন কর্মী ছাঁটাই করবে।

এই সংকটের কারণে লাখো পরিবার এখন চরম মানবিক চাপে রয়েছে। কোথাও খাবার ও ওষুধের মধ্যে বেছে নিতে হচ্ছে, কোথাও বাসাভাড়ার খরচ চালাতে না পেরে গৃহহীন হয়ে পড়ছে পরিবারগুলো।

জাতিসংঘের এই সতর্কতা বিশ্ব সম্প্রদায়ের জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ। দ্রুত অর্থায়ন নিশ্চিত না হলে বিশ্বজুড়ে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে লাখো শরণার্থী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট