1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

দামেস্কে সিরিয়ান সেনা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বোমা হামলা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
দামেস্কে সিরিয়ান সেনা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বোমা হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এটি চলতি সপ্তাহে দ্বিতীয় দফা হামলা। বুধবার (১৬ জুলাই) আল জাজিরার সরাসরি প্রতিবেদনে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাসাদের নিকটবর্তী এলাকায় চালানো এই আক্রমণে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। হামলার পরপরই আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ার ছবি প্রকাশ করেছে আল জাজিরা।

শুধু রাজধানী দামেস্ক নয়, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদাতেও সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় ড্রুজ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সিরীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল আগ্রাসন আরও বাড়িয়েছে বলে জানায় আল জাজিরা।

সূত্র মতে, ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে—সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে তারা আরও বড় ধরনের হামলায় যাবে। এরই ধারাবাহিকতায় সিরিয়ায় বোমা হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে সিরিয়ার সামরিক ঘাঁটি, অস্ত্রভাণ্ডার ও বিমানঘাঁটির ওপর আঘাত হানছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে। সর্বশেষ হামলায়ও সিরীয় বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ গড়ে তোলা যায়নি।

উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সিরিয়ায় মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট