1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে যেসব পণ্য মুদির দোকানে বিক্রি নিষিদ্ধ! ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন চাই: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য এখন—২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠকেও এই সিদ্ধান্তের কথাই পুনরায় নিশ্চিত করা হয়েছে। এর কোনো ব্যতিক্রম হবে না।”

সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে অংশ নেন দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। পরে নয়াপল্টন থেকে একটি মিছিল বের হয়ে কাকরাইল, মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, “মিটফোর্ডে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত সহিংসতার পেছনে সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। কিছু মহল চায় দেশে যেন শান্তিপূর্ণ নির্বাচন না হয়, মানুষ যেন ভোটাধিকার প্রয়োগ করতে না পারে।”

তিনি আরও বলেন, “বিএনপিকে দমন করা যাবে না। আমরা ফিনিক্স পাখির মতো—পুড়ে ছাই হলেও আবার নতুন শক্তি নিয়ে জেগে উঠি। ছাত্র-জনতার শক্তিকে কেউ দমন করতে পারেনি, এবারও পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”

তারেক রহমানের বিষয়ে ফখরুল বলেন, “লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান দৃঢ়ভাবে জানিয়েছেন—নির্বাচন হবেই। এ কথায় সরকারের ভিত কেঁপে উঠেছে। তারা আমাদের উত্তেজিত করতে চায়, ফাঁদে ফেলতে চায়। আমরা সেই ফাঁদে পা দেব না।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।

এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে ছাত্রদলের একটি মিছিল ‘গুপ্ত সংগঠনের মাধ্যমে সহিংসতা সৃষ্টি ও শিক্ষার পরিবেশ নষ্ট’ অভিযোগের প্রতিবাদে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট