তারেক রহমানের ৩১ দফার আলোকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “আমরা বাংলার ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেব। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করবোই করবো। এটাই হোক আমাদের অঙ্গীকার।”
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌরসভার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কক্ষে অনুষ্ঠিত এই কাউন্সিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ। এতে আরও বক্তব্য রাখেন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু – জেলা বিএনপির সদস্য সচিব, এলিজা জামান – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মো. নজরুল ইসলাম খান – পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
কাউন্সিল অনুষ্ঠানের সূচনা হয় দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় কাউন্সিল অধিবেশন।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা এক মহাপরিকল্পনা। তা বাস্তবায়ন করতে হলে সাংগঠনিক কাঠামো মজবুত করা জরুরি। সেই লক্ষ্যেই এ কাউন্সিল ও নেতৃত্ব পুনর্গঠন হচ্ছে।