আসন্ন গণঅভ্যুত্থান দিবস (৬ আগস্ট) সামনে রেখে ৩৬ দিনের ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, এই কর্মসূচি শুরু হবে ৩০ জুন রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ১ জুলাইয়ের প্রথম প্রহরে। শুরুতেই কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করবে ছাত্রদল। এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে শুরু হবে বিএনপির টানা ৩৬ দিনের প্রতিবাদ ও স্মরণমূলক কর্মকাণ্ড। ঘোষিত কর্মসূচির সমাপ্তি ঘটবে ৬ আগস্ট একটি আলোচনা সভার মাধ্যমে, যেখানে স্বৈরাচারী সরকারের গুম ও হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন রিজভী।
তিনি বলেন, “আমরা গণঅভ্যুত্থানের ইতিহাস, মানুষের অধিকার হরণ এবং নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবো।” রিজভী আরও জানান, ৫ আগস্ট সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি থাকায় ওইদিন বিএনপির কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি থাকবে না।
বিএনপির এই ঘোষণাকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন গণআন্দোলনের পটভূমি তৈরির অংশ হিসেবে। দীর্ঘমেয়াদি কর্মসূচির মাধ্যমে দলটি আবারও রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে মত অনেকের।