
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা” জনগণের মাঝে ছড়িয়ে দিতে জনসংযোগ কর্মসূচি চালিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় জনগণের মাঝে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এ সময় এলিজা জামান বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। বিএনপি জনতার দল—জনগণই আমাদের শক্তি। তাই আমাদের ধানের শীষের পক্ষে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বিএনপি’র এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি একটি জনগণের রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং জনগণও আগ্রহভরে বিএনপির এই প্রস্তাবনা গ্রহণ করছে।