1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নোবেল শান্তি পুরস্কার নিয়ে বিতর্ক: নোবেল ফাউন্ডেশনের বিরুদ্ধে সুইডেনে মামলা করলেন জুলিয়ান অ্যাসাঞ্জ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে, বিমানবন্দরে কঠোর নিরাপত্তা কাহারোল উপজেলা হাসপাতালে একদিনে ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি, বিয়ের খাবারে ফুড পয়জনিংয়ের আশঙ্কা সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, পুলিশসহ অন্তত ১০ জন টেটাবিদ্ধ ২০ কোটি টাকার বেশি ঋণ নতুন করে যাচাই হবে: গভর্নর আহসান এইচ মনসুর ইউক্রেনের পক্ষে যুদ্ধ: ব্রিটিশ নাগরিকে ১৩ বছরের কারাদণ্ড ২৭তম বিসিএসের নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ, গেজেট প্রকাশ কাহারোলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে পালিত আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল

কাহারোল উপজেলা হাসপাতালে একদিনে ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি, বিয়ের খাবারে ফুড পয়জনিংয়ের আশঙ্কা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে একদিনে ১৮ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি। ফুড পয়জনিংয়ের আশঙ্কা।

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনেই ১৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত বাসি খাবার থেকে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের বিনোদ কুমার রায়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া অন্তত ৩০ জন অতিথি দাওয়াত খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা ও পাতলা পায়খানা শুরু হয়।

গত ১৭ ও ১৮ ডিসেম্বর বিনোদ রায়ের বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও রোগীদের অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ ১৮ জনকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. শুভ রায় জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোগীরা বাসি বা দূষিত খাবার খেয়েছেন। সেই খাবারের কারণেই ফুড পয়জনিং হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। সুস্থ হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।” তিনি আরও জানান, রোগীদের চিকিৎসায় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিকভাবে তৎপর রয়েছেন।

ঘটনার খবর পেয়ে কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী উপজেলা হাসপাতালে ছুটে যান। তিনি ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

স্থানীয়রা মনে করছেন, বড় অনুষ্ঠানে খাবার পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি না মানার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট