1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

নিখোঁজ শিশু জিসানকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা মরদেহ তিন দিন পর উদ্ধার

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশু জিসানের মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনী। নিহত জিসানকে হত্যার পর পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।
খুলনার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন দিঘলিয়ার মন্ডল জুট টেক্সটাইল মিলের কলোনি এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘলিয়া থানা পুলিশ।
নিহত জিসান (৭) মন্ডল মিল শ্রমিক  আলমগীর হোসেনের পুত্র ।  মিলের কলোনি এলাকায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বিকেলে জিসান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিন দিন ধরে পরিবার ও এলাকাবাসী সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এমনকি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
 শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, বাড়িটি মোঃ আব্দুল হান্নান শেখ নামে এক ব্যক্তির, যার ওই এলাকায় একটি মুদি দোকান রয়েছে। ঘটনার পর থেকে তার দোকান বন্ধ এবং বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।
পুলিশ সূত্রে  আরো জানা যায়, খালিশপুর থানা পুলিশ আব্দুল হান্নানের ছেলে ফয়সালকে আটক করে। ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতেই জিসানের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি বাড়ির এক কোনায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। শিশুটির দুই হাত পেছনে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট