1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও আরএমজিতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও আরএমজিতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। চিহ্নিত খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক (আরএমজি), স্বাস্থ্যসেবা এবং কনজ্যুমার ইলেকট্রনিকস।

২০ থেকে ২৬ জুলাই পর্যন্ত চীনের সাংহাই ও গুয়াংজু শহরে অনুষ্ঠিত একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে চীনা বিনিয়োগকারীরা এই আগ্রহ প্রকাশ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

২১ জুলাই সাংহাইয়ে বাংলাদেশ দূতাবাস ও বিডার যৌথ উদ্যোগে একটি বিনিয়োগ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শতাধিক চীনা বিনিয়োগকারী অংশগ্রহণ করেন। সেমিনারে হান্ডা ইন্ডাস্ট্রিজ ও নিউ টাইগার এনার্জি নামের দুটি প্রতিষ্ঠিত চীনা কোম্পানি বাংলাদেশে তাদের ইতিবাচক বিনিয়োগ অভিজ্ঞতা তুলে ধরে।

এই সেমিনারে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, শিল্প খাতের সম্ভাবনা এবং উদার নীতিমালাগুলোর ওপর আলোকপাত করা হয়।

বিনিয়োগ সেমিনার ছাড়াও প্রতিনিধি দল ২৫টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়। এসব বৈঠকে চীনা কোম্পানিগুলোর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বলেন, “চীনা কোম্পানিগুলোর ইতিবাচক সাড়া আমাদের অনেক উৎসাহিত করেছে।”

তিনি আরও জানান, “আমরা বৈঠকে বাংলাদেশে সাম্প্রতিক নীতিগত অগ্রগতি, বিশেষ করে মুদ্রার স্থিতিশীলতা এবং বিনিয়োগ প্রক্রিয়ার সহজীকরণ বিষয়গুলো তুলে ধরেছি। এগুলোর প্রতি চীনা বিনিয়োগকারীরা যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন।”

এ সফরে সিটিব্যাংক এনএ, ইবিএল, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রতিনিধিরাও বিডা ও বেজার কর্মকর্তাদের সঙ্গে অংশগ্রহণ করেন। চীনের শীর্ষ ব্যবসায়িক সংগঠন ও প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গেও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

এছাড়া, পূর্ব এশিয়ায় বিডার প্রথম বিদেশি অফিস স্থাপন সংক্রান্ত প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছে বিডা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট