1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

করোনা সংক্রমণ রোধে শাহজালাল বিমানবন্দরে বাড়ানো হয়েছে সতর্কতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
করোনা সংক্রমণ রোধে শাহজালাল বিমানবন্দরে বাড়ানো হয়েছে সতর্কতা

ভারতসহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এ অবস্থায় বাংলাদেশ সরকারও সতর্ক অবস্থান নিয়েছে। তারই অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জোরদার করা হয়েছে স্বাস্থ্যবিধিভিত্তিক নিরাপত্তা ও সচেতনতামূলক পদক্ষেপ।

সোমবার (৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ। তিনি বলেন, “স্বাস্থ্য অধিদফতরের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করছি।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে থার্মাল স্ক্যানার ও মেডিক্যাল টিমের মাধ্যমে। ‘নন-টাচ’ পদ্ধতিতে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে যেন সংক্রমণের ঝুঁকি কমানো যায়।

টার্মিনালের স্পর্শকাতর এলাকাগুলোতে যাত্রী ও স্টাফদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ মাস্ক ও গ্লাভস সংরক্ষণে রাখা হয়েছে।

যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিমানবন্দরে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা প্রদর্শন ও প্রচার কার্যক্রম চলমান রয়েছে। টার্মিনালের বিভিন্ন স্থানে পোস্টার, ডিজিটাল স্ক্রিন ও মাইকের মাধ্যমে নিয়মিত বার্তা প্রচার করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতর গত ৪ জুন দেশে সব স্থল, নৌ ও বিমানবন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেই নির্দেশনার আলোকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট