1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ককটেল বিস্ফোরণের পর রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘কিং’: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২ হিন্দু প্রেমিকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯দিন ধরে অনশন

পিরোজপুরে অনারম্বর অনুষ্ঠানে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে সাংবাদিকদের আয়োজনে অনারম্বর অনুষ্ঠানে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে পত্রিকার সাহসিকতা ও সত্যনিষ্ঠা তুলে ধরা হয়েছে

পিরোজপুরে সাংবাদিকদের আয়োজনে অনারম্বর অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মো. এস এম রেজাউল ইসলাম শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক কালবেলার পিরোজপুর জেলা প্রতিনিধি মো. জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সহ-সভাপতি মো. ইমাম হোসেন মাসুদ, কার্যনির্বাহী সদস্য মো. আরিফ মোস্তফা, মো. খালিদ আবু, মো. ওয়াহিদ হাসান সহ জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “দৈনিক কালবেলা খুব অল্প সময়ের মধ্যেই পাঠকদের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। সাহসিকতা ও সত্যনিষ্ঠার সঙ্গে সংবাদ প্রকাশের ধারা অব্যাহত থাকলে পত্রিকাটি আগামী দিনে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।”

তারা আরও যোগ করেন, “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্যতম চ্যালেঞ্জ হলো নিরপেক্ষতা বজায় রাখা। কালবেলা সেই নীতি অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে, যা প্রশংসনীয়।”

বক্তারা কালবেলা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে কালবেলা-র প্রতিনিধি ছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট