1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী কনডম রিপন আটক

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় অস্ত্র ও গুলিসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কনডম রিপনকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

খুলনার দিঘলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী কনডম রিপনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাতে উপজেলার ফরমাইশখানা এলাকায় একটি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন, নৌবাহিনীর সহযোগিতায়। এ সময় রিপনের কাছ থেকে একটি ৫.৬ ক্যালিবারের পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কনডম রিপনের বিরুদ্ধে দিঘলিয়া থানাসহ খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল।

স্থানীয়রা জানান, কনডম রিপনের ত্রাসে ফরমাইশখানা ও আশপাশের এলাকাবাসী আতঙ্কে দিন কাটাতেন। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন বলেন, “কনডম রিপন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে তাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের উর্ধ্বে নয়।”

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সন্ত্রাসী কনডম রিপনের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট