1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

গাজায় মানবসৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষ: মানবতার জন্য লজ্জাজনক ব্যর্থতা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
জাতিসংঘ নিশ্চিত করেছে যে গাজায় এখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। ইসরায়েলের অবরোধ ও যুদ্ধের কারণে সৃষ্ট এই মানবসৃষ্ট বিপর্যয়কে দাতব্য সংস্থাগুলো মানবতার ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে।

গাজা শহর ও আশপাশের এলাকায় ভয়াবহ দুর্ভিক্ষ চলছে বলে শুক্রবার (২২ আগস্ট) প্রথমবারের মতো স্বীকার করেছে জাতিসংঘ-সমর্থিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)। সংস্থাটি গাজাকে খাদ্য সংকটের সর্বোচ্চ ধাপ ‘পঞ্চম পর্যায়ে’ উন্নীত করেছে। অর্থাৎ সেখানে খাদ্য সংকট এখন সবচেয়ে গুরুতর এবং ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

আইপিসি’র প্রতিবেদনের পর মানবিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ বলেছে, গাজায় দুর্ভিক্ষের এই নিশ্চিতকরণ “সমগ্র বিশ্বের জন্য একটি লজ্জাজনক ব্যর্থতা”। তাদের ভাষায়, প্রতিদিন অসংখ্য মানুষ অনাহারে মারা যাচ্ছে, শিশুরা কঙ্কালে পরিণত হচ্ছে, অথচ বিশ্ব নেতাদের নিষ্ক্রিয়তায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।

দাতব্য সংস্থাগুলো বলছে, এই দুর্ভিক্ষ কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়; এটি সম্পূর্ণরূপে মানবসৃষ্ট। ইসরায়েলের দীর্ঘস্থায়ী অবরোধ, সাহায্য ও খাদ্য সরবরাহে বাধা, স্বাস্থ্য ও পানি ব্যবস্থার ধ্বংস এবং অব্যাহত বোমাবর্ষণের কারণে এ সংকট চরম আকার ধারণ করেছে। মার্সি কর্পস–এর প্রধান নির্বাহী তজাদা ডি’ওয়েন ম্যাককেনা একে “একটি প্রতিরোধযোগ্য কিন্তু ভয়াবহ মানবসৃষ্ট বিপর্যয়” বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, গাজায় আমরা আমাদের কর্মীদের পরিবারকে না খেয়ে থাকতে দেখছি। মায়েরা নিজেরা না খেয়ে সন্তানদের জন্য খাবার রাখছে। প্রতিদিন পানি ও রুটির জন্য মানুষকে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে। তার ভাষায়, “এটি বিশ্বের নৈতিক ব্যর্থতার সবচেয়ে জঘন্য উদাহরণ।”

অন্যদিকে, অক্সফাম জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ রোধে বিশ্ব নেতাদের ব্যর্থতা প্রমাণিত হয়েছে। জুলাই মাসে দুর্ভিক্ষের আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হলেও ইসরায়েল ফিলিস্তিনিদের খাদ্য থেকে বঞ্চিত করেছে এবং প্রায় প্রতিটি মানবিক সহায়তার আবেদন প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির নীতি প্রধান হেলেন স্টওস্কি বলেন, “ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর বিশ্ব সম্প্রদায় তা থামাতে ব্যর্থ হচ্ছে।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার এই পরিস্থিতিকে “মানবসৃষ্ট বিপর্যয়, নৈতিক অবক্ষয় এবং মানবতার ব্যর্থতা” হিসেবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, “মানুষ অনাহারে মারা যাচ্ছে, শিশুরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর কোনো অজুহাত নেই—পদক্ষেপ নেওয়ার সময় এখনই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট