1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

রাজনৈতিক অস্থিরতা বাড়বে, ২০২৮ সালের আগে জাতীয় নির্বাচন নয়: গোলাম মাওলা রনি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
রাজনৈতিক অস্থিরতা বাড়বে, ২০২৮ সালের আগে জাতীয় নির্বাচন নয়: গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, দেশের রাজনৈতিক অঙ্গনে সামনে আরও অস্থিরতা তৈরি হবে। তার মতে, এই ঘোলাটে রাজনীতিতে সবচেয়ে আগে বিপদে পড়বে জামায়াতে ইসলামি এবং এরপর বিএনপি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২৮ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচনের সম্ভাবনা তিনি দেখছেন না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে রনি বলেন, বর্তমান সংস্কার উদ্যোগগুলো মূলত “অশ্বডিম্ব”, যার বাস্তবায়ন বাংলাদেশি বাস্তবতায় অসম্ভব। এসব পরিকল্পনা কেবল অর্থ ও সময়ের অপচয় ছাড়া আর কিছু নয়। তিনি আরও বলেন, এসব সংস্কারে কেউ আমেরিকার মডেল অনুসরণ করেছে, আবার কেউ ভারতের, যার ফলে বাস্তবতা উপেক্ষিত হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে গোলাম মাওলা রনি স্পষ্ট করে বলেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। ২০২৬ সালেও নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই বলেই তিনি মনে করেন। হয়তো ২০২৭ সালে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, তবে নিশ্চিতভাবে ২০২৮ সালেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেটাও নির্ভর করছে রাজনৈতিক ‘খেলোয়াড়দের’ নতুন সেট তৈরির ওপর।

তিনি বলেন, “এই সংস্কার কার্যক্রম বাস্তবসম্মত নয়। রাজনীতির ময়দান ক্ষমা করে না। বর্তমান সরকার আমলে যারা নিগৃহীত হয়েছেন, তারা পরবর্তীতে ক্ষমতায় এলে এর প্রতিশোধ নেবেন—এটাই দেশের রাজনৈতিক বাস্তবতা।”

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “ধর্মীয় নানা ইস্যুতে যেসব ঘটনা ঘটছে, তার দায় জামায়াতের ঘাড়ে চাপছে, যদিও তারা সেসব ঘটনায় জড়িত নয়। এর ফলে সবার আগে জামায়াত বিপদে পড়বে।”

তিনি আরও বলেন, “বর্তমানে আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করলেও এর দায়ও বিএনপির ওপর পড়ছে। এই পরিস্থিতি থেকে রাজনৈতিক দলগুলোর বের হওয়ার কোনো পথ নেই, যতক্ষণ না নতুন নেতৃত্ব উঠে আসে।”

গোলাম মাওলা রনির বিশ্লেষণে দেশের রাজনীতির এক গভীর সংকট ও দীর্ঘ মেয়াদি অস্থিরতার আশঙ্কা ফুটে ওঠে। তিনি মনে করেন, বর্তমান ঘূর্ণিপাকে রাজনৈতিক দলগুলো এক ধরনের দিশাহীনতায় ভুগছে এবং একটি নতুন রাজনৈতিক বিন্যাস ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট