খুলনার দিঘলিয়ায় হিন্দু সম্প্রদায়ের জমি জবর দখলের অভিযোগ উঠেছে। উপজেলার দিঘলিয়া গ্রামে রেকর্ডভুক্ত ১৫.৬৭ শতাংশ জমি দখল করে নিয়েছেন স্থানীয় রিপন শেখ ও তার অনুসারীরা। এ ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, চৈতি নামের এক হিন্দু নারী ও তার দুই বোনের নামে রেকর্ডভুক্ত জমিটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছিলেন রিপন শেখ। অবশেষে গত ৩০ জুলাই তিনি একদল লোক নিয়ে উক্ত জমিতে জোরপূর্বক ধান রোপণ করেন। এ সময় জমির কেয়ারটেকার মিখাইল শেখ ও বর্গাদারকে উঠিয়ে দিয়ে হুমকি-ধামকি দেন রিপনের লোকজন। এমনকি পাশের জমিগুলোতেও ধান রোপণের ঘোষণা দেন তিনি।
ভুক্তভোগী পরিবার জানান, তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনকি নিজেদের বৈধ সম্পত্তিতেও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। চৈতির পরিবারের পক্ষে জমির দায়িত্বে থাকা মিখাইল শেখ অভিযোগ করেন, রিপন শেখ এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ইতোমধ্যে লিখিতভাবে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে যৌথবাহিনী ও দিঘলিয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, “তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, রেকর্ডভুক্ত জমি দখলের এই ধরণের ঘটনা দুঃখজনক এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক তৈরি করছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জমির দখল উদ্ধার ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে।