1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর ওয়ার্ডে ইউপি সদস্য ও তার ভাবীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউনুস শেখকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৯টার দিকে ঢাকার দক্ষিণখান থানাধীন আজমপুর এলাকায় র‍্যাবের সহযোগিতায় তাকে আটক করে ইন্দুরকানী থানা পুলিশ।

ঘটনার সূত্রে জানা যায়, গত ২৭ জুন রাতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস্য শহিদুল ইসলাম হাওলাদার ঘরের বাইরে মোবাইলে কথা বলছিলেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ইউনুস শেখের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল শহিদুলের ওপর হামলা চালায়। কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয় তাকে। চিৎকার শুনে এগিয়ে এলে ভাবী মাকুলী বেগমকেও কুপিয়ে হত্যা করা হয়। এরপর স্ত্রী রেহেনা বেগমকে কোপালে তিনিও গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শহিদুলের ভাই মুর্তজা হাওলাদার বাদী হয়ে ৮ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি রফিকুল শেখকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি ইউনুস শেখ ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান।

পুলিশের তৎপরতা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে ইউনুসকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “প্রধান আসামি ইউনুস শেখকে র‍্যাবের সহায়তায় ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট