1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

ইন্দুরকানীতে এসইডিপি স্কিমে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
ইন্দুরকানীতে এসইডিপি স্কিমে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টায় ইন্দুরকানী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এসইডিপি স্কিমের উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসইডিপি স্কিমের সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মোহাম্মদ সেলিম, পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী, ও উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান।

বক্তারা বলেন, এসইডিপি’র এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশের অনুপ্রেরণা সৃষ্টি করবে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনোযোগী হবে এবং ভবিষ্যতে দক্ষ ও আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে। অভিভাবক ও শিক্ষকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে নিয়মিত ও বিস্তৃতভাবে এ ধরনের কর্মসূচি চালুর দাবি জানান।

পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে নির্বাচিত ২৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট