1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ইন্দুরকানীতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো. কালাম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো. কালাম শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৩ নং বালিপাড়া ইউনিয়নের মৃধা বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ইটের রাস্তার মাথা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। কালাম শেখ ইন্দুরকানী উপজেলা পরিষদ সংলগ্ন আব্দুল গফুর শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী থানার এসআই আশিকুজ্জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একদল ফোর্স। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্ব থেকেই অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সোমবার সন্ধ্যায় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার পর এসআই আশিকুজ্জামান বাদী হয়ে মো. কালাম শেখ ও অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-০৫) দায়ের করেন। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবাসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট