1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে ইউপি সদস্য ও ভাবী হত্যা মামলার প্রধান আসামি ইউনুস গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের খুনি ও ষড়যন্ত্রকারীদের বিচারের হুশিয়ারি এনসিপির, গাইবান্ধা থেকে পদযাত্রা শুরু দেশে খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনে সহায়তায় এক লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, সেক্রেটারি রিপন নির্বাচিত আহমেদাবাদ দুর্ঘটনার পর আবারো এয়ার ইন্ডিয়া বিমানে বিপর্যয়, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায় বোয়িং ৭৭৭ ২০২৫ জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ফেব্রুয়ারি-এপ্রিলকে লক্ষ্য নির্বাচন কমিশনের ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ, ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ দিঘলিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত, কৃষিতে টেকসই উন্নয়নের অঙ্গীকার কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিঘলিয়ায় মহিলা দলের কর্মী সভা, নারীর ক্ষমতায়ন নিয়ে নেতাদের বক্তব্য

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ইরানের গভীর সন্দেহ, জাতিসংঘে ক্ষতিপূরণের দাবি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ইরানের গভীর সন্দেহ, জাতিসংঘে ক্ষতিপূরণের দাবি

ইরান রোববার (২৯ জুন) জানায়, সদ্য শেষ হওয়া ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ঘোষিত অস্ত্রবিরতিতে ইসরায়েল সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে কি না, সে বিষয়ে তাদের গভীর সংশয় রয়েছে। এরই মধ্যে তেহরান জাতিসংঘে চিঠি দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে।

১৩ জুন, ইসরায়েল ইরানের উপর ব্যাপক বিমান হামলা শুরু করে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন। ইসরায়েল দাবি করে, তাদের এই অভিযান ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার পদক্ষেপ।

তবে ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও জ্বালানি উৎপাদনের জন্য।

এই সংঘাতের জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান পারমাণবিক আলোচনা স্থগিত হয়ে পড়ে। এর প্রেক্ষিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুর রহিম মুসাভি বলেন, “আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু শক্ত হাতে জবাব দিয়েছি। শত্রুপক্ষ প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, সে বিষয়ে আমরা সন্দিহান।”

রোববার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরান দাবি করেছে, “ইসরায়েল ও যুক্তরাষ্ট্রই আগ্রাসনের সূচনাকারী। তাদেরকে আন্তর্জাতিকভাবে দায়ী করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।”

যুদ্ধের পরিসংখ্যান, ইরানে নিহত: ৬২৭ বেসামরিক নাগরিক, আহত: ৪,৯০০ জন, ইসরায়েলে নিহত: ২৮ জন (ইরানি পাল্টা হামলায়)।

ইরান দাবি করেছে, তারা ইসরায়েলি গোয়েন্দাদের তথ্য ফাঁসের অভিযোগে ডজনখানেক ব্যক্তিকে গ্রেফতার করেছে ও বিভিন্ন ড্রোন ও অস্ত্র জব্দ করেছে।

ইসরায়েলি বিমান হামলায় তেহরানের এভিন কারাগারে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে কারারক্ষী, বন্দি, প্রশাসনিক কর্মী ও পাশের বাসিন্দারা। ক্ষয়ক্ষতির পর কারাগারের বন্দিদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যদিও কতজন সরানো হয়েছে তা জানানো হয়নি।

এ কারাগারে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি এবং বিভিন্ন দেশের নাগরিক বন্দি হিসেবে রয়েছেন।

এই যুদ্ধ চলাকালে ইরান পার্লামেন্ট স্টারলিংকসহ অনুমোদনহীন যোগাযোগ প্রযুক্তি নিষিদ্ধ করে নতুন আইন পাস করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, “ইরান যদি আবার ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার দিকে অগ্রসর হয়, তাহলে আরও হামলা চালানো হবে।”ইরান ২০২১ সালে ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধ করেছে, যেখানে ২০১৫ সালের চুক্তি অনুযায়ী সীমা ছিল ৩.৬৭%। ৯০% মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন।

অন্যদিকে, ইসরায়েলের কাছে আনুমানিক ৯০টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি করেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, যদিও ইসরায়েল কখনও তা স্বীকার করেনি।

ইরান-ইসরায়েল সংঘাতের পর অস্ত্রবিরতি ঘোষণা করা হলেও উত্তেজনা এখনো কমেনি। ইরান স্পষ্ট জানিয়েছে—বিশ্বাস নেই শত্রুপক্ষের প্রতিশ্রুতিতে, প্রয়োজনে শক্ত জবাব দেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন জাতিসংঘে তেহরানের দায়-দাবির প্রতিক্রিয়ার দিকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট