1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরে বাংলাবান্ধা এক্সপ্রেসে আগুন, আতঙ্কে যাত্রীরা বিএনপি প্রার্থী মনোনয়ন নিয়ে এম এ মালেক: এখনো কেউ গ্রিন সিগন্যাল পাননি উইমেনস ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত শুরু, পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিল বাংলাদেশ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’, বাংলাদেশে ভারী বৃষ্টি ও বন্যার আশঙ্কা বিমানবন্দরে এনসিপি নেতাকর্মীদের দুর্ব্যবহার, সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন ভাষাসৈনিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক লাইফ সাপোর্টে গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পিরোজপুরের দুর্গাপূজায় শুভেচ্ছা ও মতবিনিময় খুলনার দিঘলিয়ায় বিশিষ্ট আলেম মাওলানা খান আব্দুল গফুরের জানাজা ও দাফন সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

ইসলামী ব্যাংকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০০ কর্মী চাকরিচ্যুত, ওএসডি ৪,৯৭১ জন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
কর্মস্থলের নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০০ কর্মীকে চাকরিচ্যুত ও ৪,৯৭১ জনকে ওএসডি করেছে। এতে ব্যাংকের অভ্যন্তরে অস্থিরতা তৈরি হয়েছে।

কর্মস্থলের নিয়মনীতি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে অন সার্ভিস ডিউটি (ওএসডি) করা হয়েছে। যদিও তারা নিয়মিত বেতন-ভাতা পাবেন, তবে আপাতত কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এ ঘটনায় ব্যাংকের ভেতরে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭ সালে চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ এস আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক লোকজন সরাসরি সিভির মাধ্যমে নিয়োগ পান। তাদের অনেকেই কোনো লিখিত পরীক্ষায় অংশ নেননি এবং বড় একটি অংশ চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে এসেছেন। ফলে বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মকর্তা ওই অঞ্চলভিত্তিক বলে অভিযোগ রয়েছে।

একজন সিনিয়র কর্মকর্তা জানান, “এস আলম গ্রুপের সময়ে অযোগ্য লোকজনকে নিয়োগ দিয়ে ব্যাংককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন ব্যাংকের স্বার্থে সবাইকে যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশ নিতে বলা হয়েছিল।”

বাংলাদেশ ব্যাংক ও হাইকোর্টের নির্দেশে গত ২৭ সেপ্টেম্বর যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার জন্য ৫,৩৮৫ জন কর্মকর্তাকে ডাকা হলেও মাত্র ৪১৪ জন উপস্থিত হন। যারা অংশ নেননি, সেই ৪,৯৭১ জনকে পরদিন থেকেই ওএসডি করা হয়। এছাড়া পরীক্ষার বিরোধিতা ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়।

ওএসডি হওয়া কর্মীরা দাবি করেছেন, হাইকোর্ট নিয়মিত প্রমোশনাল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিলেও ব্যাংক কর্তৃপক্ষ আলাদা যাচাই পরীক্ষা আয়োজন করেছে, যা বেআইনি। তারা পুনরায় আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ছাঁটাইয়ের উদ্দেশ্যে এ ধরনের পরীক্ষা দেশে এই প্রথম। ইসলামী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান, তাই নিয়োগ বা যাচাই তাদের এখতিয়ারভুক্ত। তবে তা করতে হবে আইন ও নীতিমালার আওতায়।”

উল্লেখ্য, ২০১৭ সালে নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। এতে ব্যাংকটি গভীর আর্থিক সংকটে পড়ে। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তন এনে এস আলম গ্রুপের প্রভাব কমাতে পদক্ষেপ নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট