1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে টানা বৃষ্টি, বাড়ছে অতি ভারি বর্ষণের শঙ্কা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানে নিহত ৮৬ ও আহত ৩৪১

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানে নিহত ৮৬ জন

শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের মাটিতে ইসরায়েলের পরিচালিত বড় আকারের বিমান হামলায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৪১ জন। রাজধানী তেহরান এবং উত্তর-পশ্চিমের তাবরিজ এই হামলার প্রধান লক্ষ্য ছিল।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানেই ৭৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৩২৯ জন। বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় এবং জরুরি পরিস্থিতি দেখা দিয়েছে।

উত্তর-পশ্চিম ইরানের তাবরিজে পৃথক হামলায় ৮ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানায় স্থানীয় প্রশাসন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, ইসরায়েল প্রায় ২০০টি যুদ্ধবিমান নিয়ে এই অভিযান চালায়। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্থাপনা। এতে ইরানের কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, “এই সামরিক অভিযান যতদিন প্রয়োজন, ততদিন চলবে।”

এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যালে’ বলেন, “আমি ইরানকে একের পর এক সুযোগ দিয়েছি। এখনই সময়, দেরি হওয়ার আগেই একটি চুক্তিতে আসার।”

ইরান হামলার ঘটনায় ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে।

হামলার ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় চলমান পারমাণবিক আলোচনা এখন ঝুঁকির মুখে পড়েছে। রবিবার নির্ধারিত ষষ্ঠ দফা আলোচনার সম্ভাব্য বাতিলের কথা জানিয়েছে আনাদোলু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট