সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এটি চলতি সপ্তাহে দ্বিতীয় দফা হামলা। বুধবার (১৬ জুলাই) আল জাজিরার সরাসরি প্রতিবেদনে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাসাদের নিকটবর্তী এলাকায় চালানো এই আক্রমণে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। হামলার পরপরই আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ার ছবি প্রকাশ করেছে আল জাজিরা।
শুধু রাজধানী দামেস্ক নয়, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদাতেও সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় ড্রুজ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সিরীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল আগ্রাসন আরও বাড়িয়েছে বলে জানায় আল জাজিরা।
সূত্র মতে, ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে—সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে তারা আরও বড় ধরনের হামলায় যাবে। এরই ধারাবাহিকতায় সিরিয়ায় বোমা হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে সিরিয়ার সামরিক ঘাঁটি, অস্ত্রভাণ্ডার ও বিমানঘাঁটির ওপর আঘাত হানছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে। সর্বশেষ হামলায়ও সিরীয় বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ গড়ে তোলা যায়নি।
উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সিরিয়ায় মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।