1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও স্মৃতিচারণ অনুষ্ঠিত ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত জর্ডান কক্সের ঝড়ো সেঞ্চুরিতে ১১ ছক্কা ও ১১ চারে রেকর্ড গড়া ১৩৯ রংপুরে ‘অর্জন’ ভাস্কর্যে শেখ মুজিবের ছবি মুছে দিলেন শিক্ষার্থীরা ছাত্রদল কর্মীদের সংঘর্ষে মঠবাড়িয়ায় প্রাণ গেল মুবিনের জামালপুরে গুপ্ত তৎপরতার বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে সহিংসতা, শুক্রবার পর্যন্ত কারফিউ বহাল ম্যাক্স সিক্সটি লিগে মায়ামি ব্লেজের নেতৃত্বে সাকিব আল হাসান

দামেস্কে সিরিয়ান সেনা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বোমা হামলা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
দামেস্কে সিরিয়ান সেনা সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের বোমা হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির সেনাবাহিনীর সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এটি চলতি সপ্তাহে দ্বিতীয় দফা হামলা। বুধবার (১৬ জুলাই) আল জাজিরার সরাসরি প্রতিবেদনে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাসাদের নিকটবর্তী এলাকায় চালানো এই আক্রমণে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। হামলার পরপরই আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ার ছবি প্রকাশ করেছে আল জাজিরা।

শুধু রাজধানী দামেস্ক নয়, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুওয়াইদাতেও সিরিয়ার সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকায় ড্রুজ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সিরীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল আগ্রাসন আরও বাড়িয়েছে বলে জানায় আল জাজিরা।

সূত্র মতে, ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে—সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার না করা হলে তারা আরও বড় ধরনের হামলায় যাবে। এরই ধারাবাহিকতায় সিরিয়ায় বোমা হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে সিরিয়ার সামরিক ঘাঁটি, অস্ত্রভাণ্ডার ও বিমানঘাঁটির ওপর আঘাত হানছে। এতে সিরিয়ার সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে। সর্বশেষ হামলায়ও সিরীয় বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ গড়ে তোলা যায়নি।

উল্লেখ্য, চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সিরিয়ায় মানবিক সংকট আরও গভীরতর হচ্ছে, যা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট