1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার আগামী কয়েকদিন বজ্রসহ টানা বৃষ্টি, কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক: বসুন্ধরায় গ্রেপ্তার ২২ পিরোজপুর মহিলা কলেজে ‘জুলাই পুনর্জাগরণ’: যোদ্ধাদের সংবর্ধনা ও স্মৃতিচারণ খুলনার দিঘলিয়ায় ধর্ষিতা কন্যা ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক পলাতক

জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছেন দলের শীর্ষ নেতারা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই তথ্য জানান। তিনি দেশবাসীর কাছে দলের আমিরের আশু সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

চিকিৎসকদের বরাতে জানানো হয়, শফিকুর রহমানের হৃদ্‌যন্ত্রের আটারিতে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি ব্লক ৮৬ শতাংশ বন্ধ এবং বাকি দুটি যথাক্রমে ৬০ ও ৬৭ শতাংশ বন্ধ অবস্থায় রয়েছে। গত ৩০ জুলাই করা এনজিওগ্রাম পরীক্ষায় এই গুরুতর সমস্যা ধরা পড়ে।

এর আগে, ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুইবার মঞ্চে ঢলে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করে বিস্তারিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করা হয়।

গোলাম পরওয়ার আরও জানান, শফিকুর রহমানের পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার প্রস্তাব থাকলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে দেশে থেকেই চিকিৎসা গ্রহণে সম্মতি দেন।

দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, হাসপাতাল এলাকায় যেন অপ্রয়োজনীয় ভিড় না হয়, যাতে করে তার সুচিকিৎসা ব্যাহত না হয়। একই সঙ্গে দেশবাসীর কাছে আমিরের সুস্থতার জন্য আন্তরিক দোয়া চাওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট