1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

সুশাসন প্রতিষ্ঠায় সৎ নেতৃত্ব প্রয়োজন: পিরোজপুরে জামায়াত প্রার্থী মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
পিরোজপুরে মতবিনিময় সভায় মাসুদ সাঈদী: “ইসলামপন্থীরাই পারে দূর্ণীতি রুখে নিরাপত্তা দিতে”

পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সৎ ও যোগ্য লোকের সরকার গঠন করতে হবে।”

রোববার (২ নভেম্বর) সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২নং মালিখালি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাবুদ্দিন ফকিরের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর থেকে গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা শাসনের নামে অপশাসন, উন্নয়নের নামে দুর্নীতি, আর গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছেন। ফলে দেশ আজও প্রকৃত সুশাসন থেকে বঞ্চিত।”

মাসুদ সাঈদী বলেন, “সুশাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি জাতির অগ্রগতির মূলভিত্তি। কিন্তু স্বাধীনতার পরও আমরা প্রকৃত অর্থে স্বাধীন হতে পারিনি, কারণ আমরা যাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা জনগণের সেবা নয়, নিজেদের স্বার্থসিদ্ধির রাজনীতি করেছে।”

তিনি আরও বলেন, “যদি নেতৃত্ব সৎ না হয়, প্রশাসন কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না। যদি নেতৃত্ব দেশপ্রেমিক না হয়, জাতি কখনো আত্মমর্যাদার আসনে পৌঁছাতে পারে না। তাই এখনই সময়, আমাদের এমন নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে, যারা ইনসাফ, ন্যায়বিচার ও সততার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করবে।”

মাসুদ সাঈদী বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার, দুর্নীতিমুক্ত করার, ইনসাফ কায়েমের এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
এছাড়া বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, অধ্যাপক মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবু হানিফ।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য, জামায়াত ও শিবির নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট