পিরোজপুর জেলার ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ৮ দিন পার হলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলারণ গ্রামের মৃত জামাল হাওলাদারের বড় মেয়ে রাবেয়া আক্তার (১৮) গত ১১ অক্টোবর খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা ব্যর্থ হয়েছেন।
নিখোঁজ রাবেয়া কলারণ ইসলামিয়া দাখিলা মাদ্রাসা থেকে ২০২৫ সালে দাখিল পরীক্ষা পাশ করেন। পরিবারের একমাত্র ভরসা হওয়ায় তার নিখোঁজ হওয়ায় পরিবারটি গভীর শোক ও উদ্বেগে দিন পার করছে।
রাবেয়ার মা লিপি বেগম বলেন, “এক মাস আগে আমার স্বামী মারা গেছে। এখন আবার মেয়েটাও হারিয়ে গেছে। আত্মীয়-স্বজনসহ সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি। আমি থানায় এসে জিডি করার প্রস্তুতি নিচ্ছি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মারুফ হোসেন) বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, এলাকায় রাবেয়ার নিখোঁজ হওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে পরিবার ও স্থানীয় প্রশাসন মেয়েটিকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার আশায় দিন গুনছে।