1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড ঘিরে উত্তেজনা, নয় মুসলিমের বিরুদ্ধে মামলা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ভাঙার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান মাসুদ সাঈদীর ভারত যেন বাংলাদেশের জলসীমায় মাছ না ধরে কাউখালীতে ওয়ারেন্টভুক্ত দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার পাকিস্তানের সঙ্গে উত্তেজনায় ভারতের ভূমিকা নেই: ইয়াকুব মুজাহিদ ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি, বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ

ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী রাবেয়া আক্তার নিখোঁজের ৮ দিন পার হলেও এখনো কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, তারা সর্বত্র খোঁজ নিয়েও মেয়েটির হদিস পাননি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর জেলার ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ৮ দিন পার হলেও কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলারণ গ্রামের মৃত জামাল হাওলাদারের বড় মেয়ে রাবেয়া আক্তার (১৮) গত ১১ অক্টোবর খালার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা ব্যর্থ হয়েছেন।

নিখোঁজ রাবেয়া কলারণ ইসলামিয়া দাখিলা মাদ্রাসা থেকে ২০২৫ সালে দাখিল পরীক্ষা পাশ করেন। পরিবারের একমাত্র ভরসা হওয়ায় তার নিখোঁজ হওয়ায় পরিবারটি গভীর শোক ও উদ্বেগে দিন পার করছে।

রাবেয়ার মা লিপি বেগম বলেন, “এক মাস আগে আমার স্বামী মারা গেছে। এখন আবার মেয়েটাও হারিয়ে গেছে। আত্মীয়-স্বজনসহ সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাইনি। আমি থানায় এসে জিডি করার প্রস্তুতি নিচ্ছি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মো. মারুফ হোসেন) বলেন, “এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, এলাকায় রাবেয়ার নিখোঁজ হওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে পরিবার ও স্থানীয় প্রশাসন মেয়েটিকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার আশায় দিন গুনছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট