1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

মঠবাড়িয়ায় সাবেক যুবদল নেতা বেল্লাল চাঁদাবাজি মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক পৌর যুবদল নেতা বেল্লালকে চাঁদাবাজি ও মারামারির অভিযোগে র‍্যাব-৮ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক পৌর যুবদল নেতা বেল্লাল হোসেন (৪২)-কে চাঁদাবাজি ও মারামারির অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।

আটক বেল্লাল পৌরসভার ৩নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের পুত্র ও মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক (বহিষ্কৃত) সদস্য। তিনি চাঁদাবাজি, মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার আসামি।

সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বেল্লাল মঠবাড়িয়ার বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মব সৃষ্টি করে আতঙ্ক তৈরি করেন। গত ৩ সেপ্টেম্বর মঠবাড়িয়া পৌর এলাকার একটি হোটেলে চাঁদা দাবি ও মারামারির ঘটনায় হোটেল মালিক সুমি বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় বেল্লালসহ ১৪ জনকে আসামি করা হয়।

ঘটনার পরপরই তাকে পিরোজপুর জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তুষখালী গ্রামের শফিকুল ইসলাম কর্তৃক দায়ের করা একটি চাঁদাবাজি মামলার প্রধান আসামি বেল্লাল। পূর্ব রাজপাড়া গ্রামের সেলিম হাওলাদার কর্তৃক জেলা এসপি বরাবর দায়েরকৃত অপর একটি অভিযোগেও তার নাম রয়েছে। তার বিরুদ্ধে মোবাইল ছিনতাই ও চুরির অভিযোগও রয়েছে।

র‍্যাব ও পুলিশ জানায়, বেল্লালের সহযোগী ও চোরচক্রের সক্রিয় সদস্য খালিদ ইমনসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বেল্লালকে পৃথক দুটি চাঁদাবাজি মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট