পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক পৌর যুবদল নেতা বেল্লাল হোসেন (৪২)-কে চাঁদাবাজি ও মারামারির অভিযোগে গ্রেফতার করেছে র্যাব-৮। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।
আটক বেল্লাল পৌরসভার ৩নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের পুত্র ও মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক (বহিষ্কৃত) সদস্য। তিনি চাঁদাবাজি, মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার আসামি।
সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বেল্লাল মঠবাড়িয়ার বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মব সৃষ্টি করে আতঙ্ক তৈরি করেন। গত ৩ সেপ্টেম্বর মঠবাড়িয়া পৌর এলাকার একটি হোটেলে চাঁদা দাবি ও মারামারির ঘটনায় হোটেল মালিক সুমি বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় বেল্লালসহ ১৪ জনকে আসামি করা হয়।
ঘটনার পরপরই তাকে পিরোজপুর জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তুষখালী গ্রামের শফিকুল ইসলাম কর্তৃক দায়ের করা একটি চাঁদাবাজি মামলার প্রধান আসামি বেল্লাল। পূর্ব রাজপাড়া গ্রামের সেলিম হাওলাদার কর্তৃক জেলা এসপি বরাবর দায়েরকৃত অপর একটি অভিযোগেও তার নাম রয়েছে। তার বিরুদ্ধে মোবাইল ছিনতাই ও চুরির অভিযোগও রয়েছে।
র্যাব ও পুলিশ জানায়, বেল্লালের সহযোগী ও চোরচক্রের সক্রিয় সদস্য খালিদ ইমনসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বেল্লালকে পৃথক দুটি চাঁদাবাজি মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”