1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
শৈত্যপ্রবাহ, উত্তরবঙ্গ শৈত্যপ্রবাহ, সিরাজগঞ্জ তাপমাত্রা, পঞ্চগড় শৈত্যপ্রবাহ, বাংলাদেশের শীত, ঢাকার তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশ, আবহাওয়া পূর্বাভাস, তাপমাত্রা কমার কারণ, শীতের তীব্রতা, বাংলাদেশের আবহাওয়া, জানুয়ারির শীত, তেঁতুলিয়ার তাপমাত্রা, বাঘাবাড়ির তাপমাত্রা, শীতকালীন আবহাওয়া

দেশে আসছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, যার নাম দেওয়া হয়েছে ‘পরশ’। আবহাওয়া পর্যবেক্ষণ সংগঠন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এই শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে।

বিডব্লিউওটির ফেসবুক পোস্ট অনুযায়ী, শৈত্যপ্রবাহ ‘পরশ’ সক্রিয় থাকাকালীন রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মৌসুমের শুরুতেই তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার কারণে উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে বলেও তারা উল্লেখ করেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ ডিগ্রি, কুমিল্লা, নওগাঁর বদলগাছী, গোপালগঞ্জ ও কুড়িগ্রামের রাজারহাটে ১২.৫ ডিগ্রি, আর যশোর ও চুয়াডাঙ্গায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। রাজশাহী, কুষ্টিয়ার কুমারখালী ও ঈশ্বরদীতেও তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডিসেম্বর মাস জুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। মাসের মাঝামাঝি সময়ে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলে একাধিক মৃদু (৮–১০° সে.) থেকে মাঝারি (৬–৮° সে.) শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ফলে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়বে এবং দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য ঠান্ডা অনুভূত হবে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ কার্যকর হলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতের প্রকোপ স্পষ্টভাবে দেখা যাবে। তাই জনসাধারণকে ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট