
রাজধানীর আগারগাঁওয়ে বুধবার (১০ ডিসেম্বর) আয়োজিত ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫’ সেমিনারে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশের ভ্যাট ব্যবস্থার আধুনিকায়ন ও জনগণকে সঠিক সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “দেশের মানুষ পণ্য বা সেবা গ্রহণের সময় ভ্যাট দিলেও অনেক সময় তা সরকারের কোষাগারে পৌঁছায় না। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, ভ্যাটের সিস্টেমটি সহজ ও স্বচ্ছ হতে হবে। কেউ ভ্যাট দিলে তার বিনিময়ে সেবা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী উভয়েই বিশ্বাস রাখতে পারে যে তাদের অর্থ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, “কিছু দেশে ট্যাক্স-জিডিপি রেশিও ২৬ শতাংশ, কারণ সাধারণ মানুষ জানে যে ট্যাক্স দিয়ে তারা যে সেবা পাচ্ছেন, তা কার্যকর এবং নির্ভরযোগ্য।”
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদেরও সরকারের দিক থেকে নিশ্চিত করতে হবে যে ট্যাক্স নেওয়ার বিপরীতে জনগণ যথাযথ সেবা পাচ্ছে। তখনই মানুষ ভ্যাট দেওয়ার বিষয়ে কনভিন্সড হবে। আমাদের ভ্যাট পদ্ধতির আধুনিকায়ন দ্রুত এগোতে হবে। আমরা আগামী দুই মাসের মধ্যে সিস্টেমকে আরও উন্নত করতে চাই, যাতে পরবর্তী সরকার তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে এবং দেশের চেহারা সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।”
তিনি বলেন, দেশের সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজস্ব ব্যবস্থাকে আরও মডার্ন, আইটি-ভিত্তিক ও জনগণ-বান্ধব করতে হবে। ব্যবসায়ীদের সুবিধাজনক পরিবেশ সৃষ্টি করা হবে। এর মাধ্যমে ইনকাম ট্যাক্সের ওপর নির্ভরশীলতা বাড়ানো সম্ভব, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।
অর্থ উপদেষ্টা আরও বলেন, সাপ্লিমেন্টারি ডিউটি ও অন্যান্য অতিরিক্ত কর ধাপে ধাপে কমানো হবে। মূল লক্ষ্য হলো রাজস্ব ব্যবস্থাকে আরও স্বচ্ছ, প্রযোজ্য ও জনগণ-বান্ধব করা, যাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন সুসংগতভাবে এগিয়ে যায়।