
চলতি নভেম্বরের প্রথম ১৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে ১০ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিদেশে কর্মরত বাংলাদেশিরা। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৫ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার ডলার। ব্যাংকভিত্তিক হিসাবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার।
এ ছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১০০ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার, আর বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৮ লাখ ৯০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী— ৯–১৫ নভেম্বর দেশে এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার, ২–৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার, ১ নভেম্বর একদিনেই এসেছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলারG
গত কয়েক মাসেও ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।