1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ককটেল বিস্ফোরণের পর রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘কিং’: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২ হিন্দু প্রেমিকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯দিন ধরে অনশন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম মৌসুমী ফল উৎসব ২০২৫ উদযাপন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম মৌসুমী ফল উৎসব ২০২৫ উদযাপন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ‘মৌসুমী ফল উৎসব ২০২৫’। বুধবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে এই রঙিন আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

এই উৎসবে আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, আমড়া, পেঁপে, কলা, ড্রাগন, লটকন, করমচা, সফেদা, কামরাঙ্গা, কাউফল, ডেউয়া সহ দেশি ও মৌসুমী ফলের বিপুল সমাহার ঘটে। উৎসবকে ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা অংশ নিয়ে ফলপরিচিতি ও স্বাদ গ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, “এই ফল উৎসব ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশ একটি সম্ভাবনাময় কৃষিভিত্তিক দেশ। আমাদের মাটিতে শত শত প্রজাতির দেশি ফল হয়, কিন্তু বর্তমান প্রজন্মের অনেকেই সেসব ফল চেনে না। তাদের এই পরিচয় করিয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মাটি ও জলবায়ু এতটাই অনুকূল যে এখানে বছরজুড়েই ফল ও সবজির চাষ সম্ভব। এসব খাবার শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকর ও রোগপ্রতিরোধে কার্যকর। আমাদের উচিত বেশি করে দেশি ফল খাওয়া ও শূন্য জায়গায় গাছ লাগানো।”

অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সবার সক্রিয় অংশগ্রহণে এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে পরিবেশ, পুষ্টি ও কৃষিভিত্তিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট