1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন আলোচনায় কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সৎ নেতৃত্ব তাকে তৃণমূলে জনপ্রিয় করেছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর-১ (ইন্দুরকানী, পিরোজপুর সদর, নাজিরপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম কেন্দ্রীয় যুবদল নেতা জাহাঙ্গীর আলম দুলাল। দীর্ঘ ৩৮ বছর ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি বিএনপির দুঃসময়ে রাজপথে সক্রিয় থেকেছেন, আন্দোলনে অংশ নিয়েছেন এবং হামলা-মামলার শিকার হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সদ্য সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল বর্তমানে ইন্দুরকানী এম.ইউ. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অতীতে তিনি ইন্দুরকানী উপজেলা যুবদলের সভাপতি, উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং পিরোজপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি দলীয় আদর্শে অনুগত থেকে জনগণের পাশে থেকেছেন। তিনি কখনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়াননি। এজন্য স্থানীয় কর্মী-সমর্থকদের কাছে তিনি একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিএনপি নেতা আবুল কালাম ফকির বলেন, “আমরা একজন সৎ, শিক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদকে এমপি হিসেবে দেখতে চাই। জাহাঙ্গীর আলম দুলাল আমাদের সেই প্রত্যাশার প্রতীক।”

ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামান হোসেন বলেন, “তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি দীর্ঘদিনের অবদানকে ভিত্তি করেই আমরা মনে করি—পিরোজপুর-১ আসনে বিএনপির হয়ে লড়াই করার যোগ্য প্রতিনিধি হতে পারেন জাহাঙ্গীর আলম দুলাল।”

মনোনয়ন প্রক্রিয়ায় ইতোমধ্যেই তিনি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং মাঠপর্যায়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম দুলাল বলেন, “ছাত্র জীবন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। জীবনের বিভিন্ন পর্যায়ে ছাত্রদল, যুবদল এবং কেন্দ্রীয় যুবদলের দায়িত্ব পালন করেছি। কখনো দুর্নীতির সঙ্গে যুক্ত হইনি, সবসময় স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনীতি করেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন, তবে জনগণের আস্থা নিয়ে বিপুল ভোটে বিজয় অর্জন করতে পারব ইনশাল্লাহ।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ ও প্রবীণ কর্মীদের সমর্থন এবং দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা জাহাঙ্গীর আলম দুলালকে আসন্ন নির্বাচনে বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়ে রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট