পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জাতির প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে তারা এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতিনিধি দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ও জিয়ারত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায়ও দোয়া করা হয়। পিরোজপুর জেলা, উপজেলার বিভিন্ন ইউনিট এবং ঢাকাস্থ পিরোজপুরের বিএনপি নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।