1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে টিয়েন্স প্রতিষ্ঠানের ৫ জনের কারাদণ্ড কাউখালীতে জমজমাট ভাসমান হাটে আমন ধানের চারা বিক্রি পিরোজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বেঞ্চ ভাঙ্গারিতে বিক্রি ঝিনাইদহে জমি বিক্রির নামে ১৫ লাখ টাকা প্রতারণা, গৃহবধূ সর্বস্বান্ত পিরোজপুরে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, আহত ৬ শৈলকুপায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ বিদেশি অপরাধী গোষ্ঠী দমনে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র: রুবিও মহানবী (সা.)-এর জীবনাদর্শেই বিশ্বশান্তি ও কল্যাণ নিহিত: প্রধান উপদেষ্টা বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে ২ হাজার ৫৯৩ ডলার, এগিয়ে ভারত কদমতলী থেকে অপহৃত মাদরাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, আহত ৬

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের কাউখালীর জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা পলাশ আহমেদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি ও তার সহযোগীসহ ৬ জন আহত হয়েছেন। পুলিশ বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের জুলাই যোদ্ধা ও সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ (৩০) এবং তার সহযোগীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় পলাশ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঝালকাঠির রাজাপুর থানার নৈকাঠী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত পলাশ আহমেদ কাউখালী উপজেলা সদর ইউনিয়নের ছোট বিড়ালজুড়ি গ্রামের বাসিন্দা সাহেব আলী হাওলাদারের ছেলে। তার সঙ্গে থাকা পিতা সাহেব আলী (৫৫), ভাগ্নে আবিদ (৯), কাউখালী যুবদলের সদস্য সচিব শরিফুল আজম সোহেল এবং কাউখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারও হামলায় আহত হন।

পলাশ আহমেদ অভিযোগ করেন, ভাগ্নেকে চিকিৎসা করিয়ে বরিশাল থেকে ফেরার পথে নৈকাঠী বাজারে ইজিবাইক ভাড়া করতে চাইলে স্থানীয় সন্ত্রাসী সিন্ডিকেট বাধা দেয়। অতিরিক্ত ভাড়া দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সোলেমান নামে এক অটোচালক ও তার সহযোগীরা লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে। পলাশকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাবা, ভাগ্নে এবং অন্য নেতারাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা পলাশকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পলাশের পিতা সাহেব আলী জানান, সন্ত্রাসী সোলেমান, আল আমিন, আফজালসহ আরও ১০-১২ জন হামলায় অংশ নেয়। তারা তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করে। তিনি হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজাপুর থানার ওসি মোঃ ইসমাইল হোসেন বলেন, জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা পলাশের উপর হামলার খবর পেয়েছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট