1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

পিরোজপুর জেলা জামায়াতের ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী। জেলা প্রশাসকের মাধ্যমে দাবি জানানো হয়।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আদেশ জারি ও তার উপর গণভোটসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় পিরোজপুর সিও অফিস মোড় থেকে জেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে পিরোজপুর জেলা জামায়াতের আমির ও মজলিসে সূরা সদস্য আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদের নেতৃত্বে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁনের নিকট স্মারকলিপিটি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়—
১. আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের আদেশ জারি ও তার উপর গণভোট আয়োজন।
২. আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

জেলা জামায়াত নেতৃবৃন্দ বলেন, “উল্লেখিত দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা ফিরে আসবে, রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।”

স্মারকলিপি জমা শেষে জেলা জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমির আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ, প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা সাঈদীর পুত্র শামীম সাঈদী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবী সংগঠনের জেলা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ, পৌর আমির মাওলানা ইছাহাক আলী, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, এবং জেলা ছাত্রশিবির সভাপতি ইমরান খানসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট