1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুর সদর হাসপাতালে জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে এমপি প্রার্থী মাসুদ সাঈদী দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

পিরোজপুর শহরের সদর হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর পৌরসভার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর–১ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাসুদ সাঈদী বলেন, “স্বৈরাচার হাসিনার শাসনামলে দক্ষিণাঞ্চলের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জেলার একটি ছিল পিরোজপুর। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দপ্তর—সর্বত্র একটি অদৃশ্য সিন্ডিকেট গড়ে উঠেছিল, যারা দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে সাধারণ মানুষের elämäকে দুর্বিষহ করে তুলেছিল। ন্যায়বিচার ছিল কোণঠাসা, উন্নয়ন ছিল শুধু কাগজে-কলমে।”

তিনি আরও বলেন, “আজ পিরোজপুরের মানুষের মনে যে পরিবর্তনের হাওয়া বইছে—তা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং মাদকের ভয়ংকর চক্র ভেঙে দিয়ে একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য পিরোজপুর গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, জনগণের সম্পৃক্ততা ও প্রশাসনিক স্বচ্ছতা।”

মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ইতিবাচক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধের চর্চায় ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধেও ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে।”

পিরোজপুরের ভবিষ্যৎ উন্নয়নকল্পে তিনি প্রতিশ্রুতি দেন, “স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে আমরা কাজ করে যাচ্ছি। পিরোজপুর হবে এমন একটি জেলা—যেখানে সবাই নিরাপদে থাকবে, মা-বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করবে, আর যুবসমাজ নিজের ভবিষ্যৎ গড়বে। দুর্নীতির অভিশাপ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না।”

পিরোজপুরের সকল মানুষের প্রতি তিনি আহ্বান জানান, “এই পরিবর্তনের অভিযাত্রায় আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমাদের শক্তি। আমরা সবাই মিলে ন্যায়ভিত্তিক, আধুনিক ও মাদকমুক্ত পিরোজপুর গড়ে তুলব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর পৌরসভার আমীর ইসহাক আলী খান। এছাড়াও উপস্থিত ছিলেন—পিরোজপুর জেলার সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান, মেডিকেল অফিসার (আবাসিক) ডা. মোঃ নিজামউদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সেক্রেটারি মোঃ আল আমিন, সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি সিরাজুল ইসলাম, এবং পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট