1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী পিরোজপুর বাস টার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী পিরোজপুর বাস টার্মিনাল, চরম ভোগান্তিতে যাত্রী

দীর্ঘদিন সংস্কার ও সঠিক ব্যবস্থাপনার অভাবে পিরোজপুর জেলা বাস টার্মিনাল সম্পূর্ণরূপে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালের ভেতরে সর্বত্র গর্ত, পানি জমে কাদার স্তূপ এবং ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় প্রতিদিন যাত্রী ও বাস মালিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। গর্তে আটকে পড়া বাস উঠাতে অনেক সময় ক্রেন ব্যবহার করতে হয়। প্রতিদিন প্রায় ১৪টি রুটে ৬ শতাধিক বাস ও মিনিবাস এ টার্মিনাল ব্যবহার করে প্রায় ৩০ হাজার যাত্রী পরিবহন করে।

২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ শহরের বাইপাস সড়কের মাছিমপুরে এই বাস টার্মিনাল নির্মাণ করেছিল। শুরুতে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকলেও সময়ের সাথে যাত্রী ও বাসের সংখ্যা বাড়তে থাকে। কর্তৃপক্ষ ধারনক্ষমতার তুলনায় প্রায় ১০ গুণ বেশি বাস চলাচলের অনুমতি দেয়, যা টার্মিনালের অবস্থা দ্রুত নাজুক করে তোলে। খানাখন্দ ও পানি জমে যাত্রীদের জন্য যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে।

বাস চালক আবুল হোসেন অভিযোগ করেন, গত ১৬ বছরে কোনো সরকার টার্মিনাল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। পিরোজপুর-খুলনাগামী যাত্রী আ. মালেক জানান, সামান্য বৃষ্টিতেই পানি জমে টিকিট করতে আসা কষ্টকর হয়ে পড়ে। এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, রোটেশনের নামে কোটি কোটি টাকা চাঁদা আদায় করলেও সংস্কার হয়নি, ফলে টার্মিনাল অভিভাবকহীন অবস্থায় আছে।

পিরোজপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসাইন বলেন, “টার্মিনালের দেখাশোনার দায়িত্ব পৌরসভা ও বাস মালিক সমিতি উভয়ের। বরাদ্দ পেলে সংস্কারের কাজ শুরু হবে, পাশাপাশি মালিক সমিতিরও দায়িত্বশীল হতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট