
ছারছীনা দরবার শরীফের ১৩৫তম ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী গত ২৯ নভেম্বর শনিবার রাতে দরবারে আগমন করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দরবার এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দরবারে পৌঁছে তিনি আমীরে হিযবুল্লাহ ও হযরত পীর সাহেব শাহ আবু নছর মোহাম্মদ নেছারুদ্দীন হুসাইন (দাঃবাঃ)-এর সঙ্গে সৌহার্দপূর্ণ সাক্ষাতে মিলিত হন। একই সময়ে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত ছোট হুজুরও উপস্থিত ছিলেন, যা সাক্ষাতকে আরও অর্থবহ করে তোলে।
শামীম সাঈদীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা আমীর মো. আবুল কালাম আজাদ, সৌদি আরবপ্রবাসী হাফেজ আব্দুস সালাম মাদানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবদুল রশিদ, সরকারি সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইদুর রহমান, সফরসঙ্গী মাওলানা সাইফুর রহমান এবং আদর্শ শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মো. ইমরান হোসাইনসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে আলহাজ্ব শামীম সাঈদী ও দলীয় নেতারা মরহুম পীর সাহেবদের মাজার যিয়ারত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।