1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে পেটানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা এরশাদ হোসেন সোনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা কমিটির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন—কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক এরশাদ হোসেন সোনা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৮ অক্টোবর) একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত রায়কে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন এরশাদ হোসেন সোনা। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হানি জানান, “বুধবার স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ের সামনে দিয়ে পাওয়ার টিলারে ইট পরিবহন করছিলেন এরশাদ হোসেন। টিলারের বিকট শব্দে পাঠদান ব্যাহত হচ্ছিল। আমি বিষয়টি বন্ধ করতে অনুরোধ জানালে তিনি ক্ষিপ্ত হন। পরে সহকারী শিক্ষক সুব্রত রায় এগিয়ে এলে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করেন।”

সহকারী শিক্ষক সুব্রত রায়কে পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় অভিযুক্ত এরশাদ হোসেন সোনা বলেন, “শিক্ষক পেটানোর অভিযোগ সত্য নয়। শুধু ধাক্কাধাক্কি হয়েছিল। তবে আমাকে সাময়িকভাবে অব্যাহতির বিষয়টি জেনেছি।”

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব জানায়, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে এরশাদ হোসেন সোনাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্থানীয়রা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এমন ন্যক্কারজনক ঘটনার কঠোর বিচার হওয়া উচিত। ঘটনাটি ইতোমধ্যে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট