
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি জেলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ–এর নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পিরোজপুর শহরের টাউনক্লাব মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
মিছিল ও পথসভায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুন, মাহফুজুর রহমান শাওন, এনামুল কবির রিপনসহ জেলা যুবদল, পৌর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা বহন করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপির আন্দোলন আরও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নতুন গতি পাবে।
বক্তারা আরও বলেন, তারেক রহমানের নিরাপদ ও সুস্থ প্রত্যাবর্তন দেশবাসীর প্রত্যাশা। এ লক্ষ্যে যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।