1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

২০ বছর ধরে বেতনহীন শিক্ষক-কর্মচারী, পঞ্চগড়ে ১১ প্রতিষ্ঠানের ৯৫ জনের মানবেতর জীবন

এম.এম.এ. জিন্নাহ্ রানা, পঞ্চগড়
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
পঞ্চগড়ের দেবীগঞ্জে ২০ বছর ধরে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫ জন শিক্ষক ও কর্মচারী বেতন ছাড়াই কর্মরত। এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন তারা, অনেকের অবসর ঘনিয়ে এসেছে।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রায় ২০ বছর ধরে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৫ জন শিক্ষক ও কর্মচারী বিনা বেতনে চাকরি করছেন। দীর্ঘ সময় বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। অনেকের অবসরের সময়ও ঘনিয়ে এসেছে, কিন্তু এখনো এমপিওভুক্তি হয়নি এই প্রতিষ্ঠানগুলোর।

চাকরিবিধি অনুযায়ী আগামী ৪ বছরের মধ্যে অনেক শিক্ষক অবসরে যাবেন। অথচ তারা এখনও সরকারের বেতন কাঠামোর আওতায় আসেননি।

দেবীগঞ্জ উপজেলায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮টি। এর মধ্যে গত বছর সেপ্টেম্বর মাসে ৭টি বিদ্যালয় এমপিওভুক্ত হয়েছে। বাকী ১১টি বিদ্যালয় এখনো এমপিওভুক্ত প্রক্রিয়ায় যায়নি, যার মধ্যে একটি কলেজও রয়েছে।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়গুলো ২০০০ থেকে ২০১৮ সালের মধ্যে পাঠদানের অনুমতি পেয়েছে। সেই থেকে নিয়মিত ক্লাস চলছে, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে ও ভালো ফলাফল করছে। শিক্ষকরা দাবি করছেন, সরকারের এমপিওভুক্তির সকল শর্ত পূরণ করলেও এখনও তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র রায় বলেন, “২৫ বছর ধরে বেতন ছাড়া ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছি। সংসার এখন অর্থনৈতিকভাবে পঙ্গু। জীবনের সোনালী সময় বিদ্যালয়ের পেছনে দিয়েছি, কিন্তু এক টাকাও পাইনি। সরকারের কাছে অনুরোধ, অন্তত প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করে বাঁচিয়ে রাখুন।”

দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম বলেন, “দেশের ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি। বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি না থাকলে শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। আমাদের কলেজ ২৫ বছর ধরে চলছে, কিন্তু বেতনভুক্ত হইনি।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল আলম জানান, “নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়। আমরা উপজেলা পর্যায়ে পাঠ্যপুস্তক সরবরাহসহ অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছি।”

দীর্ঘ দুই দশক ধরে বেতন ছাড়া কাজ করেও শিক্ষকরা দেশজুড়ে অবহেলিত। শিক্ষা বিশ্লেষকদের মতে, নন এমপিও শিক্ষকদের সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে শিক্ষা ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট