1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

পিরোজপুরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত মাসুম বিল্লাহ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় জামায়াত নেতা মাসুম বিল্লাহর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিরোজপুরে জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে এক জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. মাসুম বিল্লাহ (৫০)। তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে এবং স্থানীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন শেষে মাসুম বিল্লাহ বাড়ির পথে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত হঠাৎ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তার চিৎকার শুনে দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

আহতের স্ত্রী আখি খানম বলেন, “আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে। হামলাকারীদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আমি হামলাকারীদের চিনি, তারা একই এলাকার মানুষ।”

আহত মাসুম বিল্লাহ জানান, “জামায়াতে ইসলামী আয়োজিত মানববন্ধন শেষে সাঈদী ফাউন্ডেশনে নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে মাথায় কোপ দেয়, পরে আবার কয়েকটি কোপ মারে। এটা সম্পূর্ণ পরিকল্পিত হামলা।”

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ হোসেন বলেন, “গুরুতর অবস্থায় এক আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মাথায় গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, “ঘটনার বিষয়টি আমাদের জানা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট