1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সঞ্জয় কাপুরের মৃত্যুর পর সম্পত্তি বিরোধে কারিশমার সন্তান ও প্রিয়া কাপুরের আইনি দ্বন্দ্ব বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-বাস শ্রমিক সংঘর্ষ, অর্ধশতাধিক বাস ভাঙচুর টানা চার দফা মূল্য বৃদ্ধির পর দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাস কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দ্রুত বিয়ে হবে’ এই বিশ্বাসেই নির্মমতা, ১৬ দিনের শিশুকে পায়ে পিষে মারল চার নারী! সৌদি আরবে নিরাপত্তা বিধি লঙ্ঘনে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজারের বেশি কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন

কালীগঞ্জে উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এ চ্যাম্পিয়ন শহীদ নুর আলী কলেজ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উষা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এ টুর্নামেন্টে ফাইনালে এমইউ কলেজকে ১-০ গোলে পরাজিত করে শহীদ নুর আলী কলেজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। সকাল ১০টায় কালীগঞ্জের নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উষার উপদেষ্টা ও ঝিনাইদহ-৪ আসনের বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর উদ্বোধনী ম্যাচের সূচনা করেন।

উষা কেন্দ্রীয় নির্বাহী সংসদের পরিচালনায় ও ইউনিভার্সিটি স্টুডেন্ট উষার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট চারটি কলেজের দল অংশ নেয়। উদ্বোধনী ম্যাচে আনোয়ার মকলেজ কলেজকে ২-০ গোলে হারিয়ে শহীদ নুর আলী কলেজ জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে সরকারি এমইউ কলেজ ট্রাইব্রেকারে ৪-১ গোলে আবুবকর মকছেদ আলী কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে।

বিকাল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় শহীদ নুর আলী কলেজ ফুটবল দল ১-০ গোলে এমইউ কলেজকে হারিয়ে শিরোপা জয় করে। বিজয়ী দলের খেলোয়াড় আল জাসির টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন।

খেলার রেফারির দায়িত্ব পালন করেন আব্দুর রাজ্জাক, মোমেনুল হক ও মারুফ হোসেন। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আলমগীর হোসেন, নেপালে সাফ গেমসের স্বর্ণপদকজয়ী স্প্রিন্টার আল জাসির, যাদেরকে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রাক্তন খেলোয়াড় নুরুল ইসলাম ও আমামুল হক খোকা-কে মেডেল প্রদান করা হয়।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, অহেদ লস্কার, জবেদ আলী, উষা কেন্দ্রীয় সংসদের সভাপতি শিবলী রহমান পাভেল, সাধারণ সম্পাদক যোবায়ের আল মাহমুদ, ইবি শাখার সম্পাদক আশিকুর রহমান, উপদেষ্টা আশরাফ মন্ডল, সাধন দাদা, মোস্তফা মোর্শেদ তোতা, ক্রীড়া সংগঠক অজিত কুমার ভট্টাচার্য্য, আসাদুজ্জামান মুকুল এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

খেলার পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, দর্শক ও সমর্থকদের উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট